Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মার্চ ২০২০

মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী 'ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি)'-এর ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন


প্রকাশন তারিখ : 2020-03-11

১১ মার্চ, ২০২০ তারিখ বুধবার 'ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি)'-এর ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবন (৬ষ্ঠ হতে ১২ তলা) উদ্বোধন করেন মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। 

ভূমি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) ও অতিরিক্ত সচিব (অধিগ্রহণ ও সায়রাত) মো: সিরাজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ আব্দুল হাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান বেগম উম্মুল হাছনা, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান, অতিরিক্ত সচিব (আইন) মো: মাসুদ করিম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শওকত ঊল্ল্যাহ। এছাড়াও ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রশিক্ষণরত সহকারী কমিশনার (ভূমি)গণ অনুষ্ঠানে ছিলেন।